Bolbona Go Ar Kono Din 2 Lyrics | Baul Sukumar Lyrics
Song Name | Bolbona Go Ar Kono Din 2 |
Singer(s) | Baul Sukumar |
Bolbona Go Ar Kono Din 2 | Baul Sukumar Lyrics
কত দিন কত রাত
বিরহ বেদনা দিয়ে কাঁদাবে
সে কথা ভাবিনি তো আগে
জানি তুমি থাকবে গো আমার হয়ে
তাই তো দিয়েছি পরান উজার করে
সেদিনের সেই স্মৃতি আজো মনে পড়ে
সেদিনের সেই কথা আজো মনে পড়ে
তুমিও কি ভাবোনি আগে
তোমার দেওয়া সেই ছবিটি পেয়ে
রেখেছি হৃদয় মাঝে আপন করে
তবু তো নয়ন আমার বারে বারে কাঁদে
তুমিও কি কেঁদেছিলে আগে
YouTube Video