Amar Har Kala Korlam Re| Palli Kabi Jashimuddin Lyrics
Song Name | Amar Har Kala Korlam Re |
Singer(s) | Palli Kabi Jashimuddin |
Music(s) | Abbasuddin Ahmed |
Amar Har Kala Korlam Re | Palli Kabi Jashimuddin Lyrics
আমার হার কালা করলাম রে,,,,
আমার দেহ কালার লাইগা রে,
ওরে অন্তর কালা করলাম রে
দুরন্ত পরবাসে
মনো রে...
হাইল্যা লকের লাঙ্গল বাকাঁ
জনম বাকাঁ চাদঁ রে
জনম বাকাঁ চাদঁ
হাইল্যা লকের লাঙ্গল বাকাঁ
জনম বাকাঁ চাদঁ রে
জনম বাকাঁ চাদঁ
তার চাইতে অধিক বাকাঁ হায় হায়
তার চাইতে অধিক বাকা
যারে দিছি প্রাণ রে
দুরন্ত পরবাসে
মনো রে...
কূল বাকাঁ গাঙ বাকাঁ
বাকাঁ গাঙের পানি রে
বাকাঁ গাঙের পানি
কূল বাকাঁ গাঙ বাকাঁ
বাকাঁ গাঙের পানি রে
বাকাঁ গাঙের পানি
সকল বাকাঁয় বায়লাম নৌকা হায় হায়
সকল বাকাঁয় বায়লাম নৌকা
তবু বাকাঁ রে না জানি
দুরন্ত পরবাসে
আমার হাড় কালা করলাম রে
আরে আমার দেহ কালার লাইগারে
ওরে অন্তর কালা করলাম রে
দুরন্ত পরবাসে
মনো রে
হাড় হইলো জড়োজড়ো
অন্তর হইল পোড়া রে
আমার অন্তর হইল পোড়া
হাড় হইলো জড়োজড়ো
অন্তর হইল পোড়া রে
আমার অন্তর হইল পোড়া
পিড়িতি ভাঙ্গিয়া গেলে
হায় হায় পিড়িতি ভাঙ্গিয়া গেলে
নাহি লাগে জোড়া রে
দুরন্ত পরবাসে
আমার হাড় কালা করলাম রে
আরে আমার দেহ কালার লাইগারে
ওরে অন্তর কালা করলাম রে
দুরন্ত পরবাসে!!
YouTube Video