Shukpakhi Lyrics -শুকপাখি- Birohi
Song Name | Shukpakhi (শুকপাখি) |
Singer(s) | Satyaki Banerjee |
Lyricist(s) | Satyaki Banerjee |
Album | Birohi |
Shukpakhi (শুকপাখি) | Satyaki Banerjee Lyrics
শুকপাখি
বিরহী রুটের শুকপাখি
পথের মাঝে পথের নদী
হায়াত পথের ধারা নদী
ধারা বহে নিরবধি
নিরবধি ধারা নদী
সে ধারা ধরবি যদি শুকপাখি
একবার ধরতে পেলে, ধরতে পেলে
ধরতে পারলে মন বেড়ি
কি করি এ মন নিয়া, এ মন বেড়ি
এ মন টেকে না বিরহী
শুকপাখি
বিরহী রুটের শুকপাখি
YouTube Video