Firiye De Na | Abir Biswas Lyrics
Song Name | Firiye De Na |
Singer(s) | Abir Biswas |
Lyricist(s) | Sunil-Rajat and Sourav Goswami |
Music(s) | Abir Biswas |
Firiye De Na | Abir Biswas Lyrics
কিছু কষ্ট বুকে জমে আছে কমিয়ে দে না
আমার বেঁচে থাকার সুখ গুলো তুই ফিরিয়ে দে না
কত আদরে তুই বুকে ছিলি
আজ সবই কি ভুলে গেলি
হৃদয় টা যে তোরই ছিল মিলিয়ে নে না
বল কি করে তোকে ছেড়ে থাকবো আমি দূরে
যেখানে আজ সপ্ন গুলো সবই তোকে জুড়ে
জানি আর যাবেনা রাখা, কোনো মায়ার বাঁধন দিয়ে
নিজেকে তুই অন্য বাসায় নিয়েছিস সাজিয়ে
তবে আমি ছিলাম শুধুই বোকা
ভালোবেসে হলাম একা
সেই বোকামি গুলোই আমায় ফিরিয়ে দে না
আমি দিয়েছিলাম তোকে
ওরে হাজার সুখের আলো
আমার জীবন আধার করে থাকবি কি তুই ভালো??
তবু আজও আমি কাঁদি বসে একলা ঘরের কোনে
মিথ্যে ছিলো ভালোবাসা আমার এ জীবনে
কেনো দিয়ে গেলি এমন ব্যাথা
করে গেলি আমায় একা
করলি রে কেনো এমন জবাব দে না
YouTube Video