Hridoye Tui Onuvobe Tui Lyrics | Imran Mahmudul Lyrics
Song Name | Hridoye Tui Onuvobe Tui |
Singer(s) | Imran Mahmudul |
Lyricist(s) | Masud Ahmed |
Music(s) | Real Ashique |
Hridoye Tui Onuvobe Tui Lyrics | Imran Mahmudul Lyrics
হৃদয়ে তুই অনুভবে তুই
সারাক্ষণ তুই, তুই শুধু তুই (2x)
একই সাথে পথ চলা
তবুও তো হয়নি বলা
কত ভালোবাসি আমি তোকে শুধুই
হৃদয়ে তুই অনুভবে তুই
সারাক্ষণ তুই, তুই শুধু তুই
ভাবিনি কাউকে আমি
তোর মতো করে আর
তোর নামে রাত নামে
মন ভুবনে আমার (2x)
একই সাথে পথ চলা
তবুও তো হয়নি বলা
কত ভালোবাসি আমি তোকে শুধুই
হৃদয়ে তুই অনুভবে তুই
সারাক্ষণ তুই, তুই শুধু তুই
চাইছি তোর প্রেম আদর
কতশত বাহানায়
সাজিয়ে দে, গুছিয়ে দে
রাঙিয়ে দে তুই আমায় (2x)
একই সাথে পথ চলা
তবুও তো হয়নি বলা
কত ভালোবাসি আমি তোকে শুধুই
হৃদয়ে তুই অনুভবে তুই
সারাক্ষণ তুই, তুই শুধু তুই (2x)
YouTube Video