Type Here to Get Search Results !

JODI TOR JONNO LYRICS Bankura Memes Shorts

JODI TOR JONNO LYRICS - Tarishi Mukherjee Lyrics 

Singer Tarishi Mukherjee
Music Ayan Das
Song Writer Prantik Das


"Bankura Memes Shorts" Youtube Channel -এ সম্প্রতি প্রকাশিত হওয়া  "Ele But Gele Naa" Web Series -এ প্রকাশিত হয়েছে এই সুন্দর গানটি।

JODI TOR JONNO LYRICS - Tarishi Mukherjee Lyrics

যদি তোর জন্য
ভালোবাসা পিছু টেনে যায়,
তার পিছু বয়ে যাস
আকাশ বাতাস আমাকেও
টেনে নিয়ে যায়।

যদি তোর জন্য
ভালোবাসা পিছু টেনে যায়,
তার পিছু বয়ে যাস
আকাশ বাতাস আমাকেও
টেনে নিয়ে যায়।

আমি যত ভালোবাসা
রেখে গেছি কোণঠাসা
একখানি ভাঙা বাসা
ছেড়ে কিছু পাখি পরিযায়ী হয়

আমি যত ভালোবাসা
রেখে গেছি কোণঠাসা
একখানি ভাঙা বাসা
ছেড়ে কিছু পাখি পরিযায়ী হয়

Music........

তুব তোর প্রেমিকের
গল্পের শেষ চাই
আমি একা ক্রমিকের
পিছু টান রেখে যায়


তুব তোর প্রেমিকের
গল্পের শেষ চাই
আমি একা ক্রমিকের
পিছু টান রেখে যায়

তুই যত থেকে যাস
আসলে যে উড়ে যাস
পথ ভুল করা
পাখিদের মতন.......

আর যদি কেউ আটকে রেখে দেয়
তবে বিচ্ছেদ সুখ বেছে নিস
প্রিয়তমা প্রাক্তনী গল্পের মরশুমি
আমার হারিয়ে যাওয়া যত কাল
তোমার তারাখসা সব রাত্রি পেরিয়ে
ঘুম ভেঙে ভালোবাসার সকাল.....

সূর্যের হাবুডুবু দিন শেষ সন্ধ্যায়
মন খানি রেখে যাস
দক্ষিণ খোলা জানালায়
যদি তোর জন্য ভালোবাসা
পরিযায়ী হয়......



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area