Monta Amar Bhishon Kharap (মনটা আমার ভীষণ খারাপ) - Shahnewaz Chowdhury Miraz Lyrics

Singer | Shahnewaz Chowdhury Miraz |
Song Writer | Tusher Mahmud Mithu |
Monta Amar Bhishon Kharap (মনটা আমার ভীষণ খারাপ) Lyrics
মনটা আমার ভীষণ খারাপ
চার দেয়ালে বন্দি
ইচ্ছে নেই আর করতে নতুন
ভালো থাকার সন্ধি (২)
আমার আমি যেমন আছি
তেমন আছি ভালো..
তোমাদের রঙ অনেক রঙিন
আমার প্রিয় কালো.. (২)
স্বপ্ন এসে এ দুচোখে তারায় করে খেলা
সব হারিয়ে খুঁজে পেলাম হারানোদের মেলা..(২)
একলা থাকার একলা আমি একলা ভালো থাকি
মন খারাপের সময় গুলো নিজের কাছেই রাখি..(২)...