Niye Jaabo Tokey (নিয়ে যাব তোকে) - Rahul Dutta Lyrics

Singer | Rahul Dutta | ||
Song Writer | Neel Dutt |
Song Credits :
Song Name : Niye Jaabo Tokey
Movie Name : Murder In The Hills
Artist : Rahul Dutta
Written and Composed by Neel Dutt
Programming : John Paul
Mixed and Mastered by Shomi Chatterjee
Niye Jaabo Tokey Lyrics in Bengali:
এখানে একফালি রোদ ঢোকে তোমার ঘরে
কুয়াশাটা জানালায় আটকে পড়ে
পাইন গাছের ফাঁকে সূর্য্যটা উঁকি মেরে বলে
নিয়ে যাব তোকে
হে এএএ হে এএএ হে এএএ
এখানে হাত বাড়ালেই
কোন না কোন বন্ধু জুটে যাবে
এখনো নীল নীল আকাশটা নীল হয়ে যাবে
চাঁদটা যখন উঁকি মারে আকাশে
গাছগুলো পাড়া দেয় ঘুমের দেশে
ব্যাকপ্যাক কাঁধে নিয়ে সূর্যটা অ্যাডভেঞ্চারে
নিয়ে যাবে তোকে
হে এএএ হে এএএ হে এএএ
কত অজানা দ্বীপ, কত অজানা দেশে
তারাগুলো নেমে এসে বসে পাশে
শিস দিয়ে গান গাইতে গাইতে ছায়াপথ ধরে
নিয়ে যাবে তোকে
হে এএএ হে এএএ হে এএএ