Pelam Na Tomar Mon Lyrics | Baul Sukumar Lyrics
Song Name | Pelam Na Tomar Mon |
Singer(s) | Baul Sukumar |
Lyricist(s) | Sabbir Chowdhury |
Music(s) | Sabbir Chowdhury |
Pelam Na Tomar Mon Lyrics | Baul Sukumar Lyrics
আমি বাউল বেশে, দেশে দেশে
আমি বাউল বেশে, দেশে দেশে
খুজি তোমার মন, পেলাম না, পেলাম না বন্ধু
তোমারই দর্শন, আমি পেলাম না,
পেলাম না বন্ধু তোমারই দর্শন (২ বার)
মন জানে মনের কথা, প্রাণের মাঝে ব্যাকুলতা (2x)
ও তাই মনের কাছে মনের খবর
ও ভোলামন…
ও তাই মনের কাছে মনের খবর, আমি করিলাম গোপন
পেলাম না, পেলাম না বন্ধু
তোমারই দর্শন, আমি পেলাম না,
পেলাম না বন্ধু তোমারই দর্শন
জীবনের যত কথা, কোন গানে আছে গাঁথা গো (2x)
ও তোর জীবন তরী থেমে গেলে
ও ভোলামন…
তোর জীবন তরী থেমে গেলে, মিলবে না আসল
পেলাম না, পেলাম না বন্ধু
তোমারই দর্শন,
আমি পেলাম না, পেলাম না বন্ধু তোমারই দর্শন (5x)
YouTube Video