Shyam Onge Rai - Aritra Dasgupta Lyrics

Singer | Aritra Dasgupta |
Song Writer | Parvathy Das Baul |
Shyam Onge Rai - Aritra Dasgupta Lyrics
]ও কী রূপ দেখে নয়ন মুদিয়ালো
আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়ালো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া,
আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া,
ও কী রূপ দেখি নয়ন মুদিয়ালো ..
আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়ালো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া।।
ওই কানা বাঁশি করে গান
আর রাধা রাধা বলে নাম,
ওই কানা বাঁশি করে গান
আর রাধা রাধা বলে নাম,
রাধা বলে কী বা নাম,
রাধা বলে কী বা নাম,
কে গাহে অন্তরে গো ..
আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়ালো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া ||
ওই শ্যামের হাতে মোহন বাঁশি
আর রাধার মাথায় বিনোদ-বেণী,
ওই শ্যামের হাতে মোহন বাঁশি
আর রাধার মাথায় বিনোদ-বেণী,
দেখিয়া রাই নয়নখানি
দেখিয়া রাই নয়নখানি,
কী হলো আজ কানুর গো..
আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়ালো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া।।
এই একই ভাব বৃন্দাবনে
দেখি নাই ভাই ত্রিভুবনে,
এ একই ভাব বৃন্দাবনে
দেখি নাই ভাই ত্রিভুবনে,
হংস কহে সদানন্দের,
চরণ রেখো মাথে গো..
আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়ালো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া,
আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়ালো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া,
ও কী রূপ দেখে নয়ন মুদিয়ালো ..
আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়ালো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া
আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়ালো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া।।