Sorry Baby Lyrics | Ariyoshi Synthia Lyrics
Song Name | Sorry Baby l সরি বেবি |
Singer(s) | Ariyoshi Synthia |
Lyricist(s) | Just Neel |
Music(s) | Apu Debnath |
Featuring Stars | Ariyoshi & Shibu, Gopal |
Sorry Baby l সরি বেবি | Ariyoshi Synthia Lyrics
ও Baby Sorry
এই দেখো কান ধরি
আর শুধু কেঁদে মরি
ভুল হবে না,
ও আমার সোনা Please ভুল বুঝো না
এক তুহি মেরি সাজনা
আর Busy পাবে না,
এবারের মতো ক্ষমা করে দাও
ও বাবু তুমি কাছে টেনে নাও
নাও না....
Sorry Sorry Sorry Baby
Sorry Sorry Sorry
তোমার জন্য Jeans ছেড়ে পরতে পারি শাড়ি,
Sorry Sorry Sorry Baby
Sorry Sorry Sorry
তোমায় নিয়ে Foreign যাবো চরবো অডি গাড়ি.....
তুমি DM পড়ে দেখো
Insta তে চোখ রাখো
মিছিমিছি Bewafa বলো না,
এত hyper হলে চলে
যাবো না Shopping মলে
একবার শুধু জানু বলে ডাকো না.....
দেখো তুমি তো আমায় চেনো
তবে বিশ্বাস নেই কেন
লোকের কথা ফালতু মনে ধরো না,
যদি এতই সন্দেহ
চলো ডিস্কে যাওয়া বন্ধ
একবার শুধু জানু বলে ডাকো না....
YouTube Video