Tomae Dekhe Lyrics (তোমায় দেখে) Bharti Barman | Raghav Ray | Dr. Partho - Bharti Barman Lyrics

Singer | Bharti Barman |
Singer | Rurdraneel Chowdhury |
Music | Dr. Partho |
Song Writer | Dr. Partho |
তোমায় দেখে মনের কথা,
কোথায় যেন লুকিয়ে পরে।
তারার কাছে আলোর নিচে
তোমার বাড়ি খুঁজে মরে।
একফোঁটা রোদ্দুরে, তুমি যাও পুড়ে
তাই আনবো ছায়া আমি দুপুরে।
তুমি চাইলেই জমিয়ে দেব মেঘটাকে
ঝরে পরবে সে ভেজাবে তোমাকে।
আ আআ আ আ. .
লা লালা লা লা. . .
সবুজ নীল আর লালে মিশে
বইছে হাওয়া হটাৎ বিকেলে।
অবুঝ হাজার প্রশ্ন ঘিরে
হারিয়েছি পথ নদীর তীরে।
তুমি গল্প শোনাবে শুধু মনগড়া
আমি চোখ বুজে শ্বাস নেব বুকভরা।
কিছু কবিতার এসে ভরাবে পাতা
তুমি একটু পড়ে দেখো সেই খাতা।
আ আআ আ আ. .
লা লালা লা লা. . .