Apon Bole Vabis Jare Lyrics | Ariyoshi Synthia Lyrics
Song Name | Apon Bole Vabis Jare |
Singer(s) | Ariyoshi Synthia |
Composer(s) | Apu Debnath |
Lyricist(s) | Just Neel |
Music(s) | Apu Debnath (Apu's Studio) |
Featuring Stars | Ariyoshi Synthia.... |
Apon Bole Vabis Jare | Ariyoshi Synthia Lyrics
আপন বলে ভাবিস যারে
সেকি তোর আপন
খোঁজ নিয়ে দেখ রে পাগল
করছে কি গোপন।
মুখোশের আড়ালে সব কিছু মায়াবী,
যা কিছু প্রিয় রে তোর সবই হারাবি,
শূন্য হয়ে থাকবে শুধু তোরই পোড়ামন
অপরাধ বোধে তুই মরবি সারাক্ষন।
কার জন্য কাঁদিস রে তুই
কার জন্য বল,
যে কি না তোর দাম দিলো না
কিসের চোখে জল।
দেখ রে মন রং তামাশা
এ কেমন ভালোবাসা
তার সব অপরাধের
মাশুল তুই ভর।
YouTube Video