Chandni Raite Nirojone Lyrics (চাঁদনী রাইতে নিরজনে) | Fazlur Rahman Babu & Meher Afroz Shao
Song Name | Chandni Raite Nirojone (চাঁদনী রাইতে নিরজনে) |
Singer(s) | Fazlur Rahman Babu & Meher Afroz Shaon |
Lyricist(s) | Jahirul Islam Badal |
Music(s) | বুলবুল আনাম |
Chandni Raite Nirojone (চাঁদনী রাইতে নিরজনে) | Fazlur Rahman Babu & Meher Afroz Shaon Lyrics
মেয়ে-
চাঁদনী রাইতে নিরজনে
আইসো সখা সংগোপনে
ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে।
ছেলে-
কী যে কথা আমার সনে
আইমু সখী নিরজনে
দুইজনাতে কইমু কথা চান্দের হাসিতে।
মেয়ে-
কত কথার বীজ বুনেছি মনের জমিতে
কত স্বপন যায় গো বইয়া বুকের নদীতে
ছেলে-
আইমু সখী হইবো দেখা আকুল নয়ন ভরিতে
দুইজনাতে কইমু কথা চান্দের হাসিতে।
মেয়ে-
বাপ-মায়ের আদর-সোহাগ হইয়া গেছে লীন
পাড়াপড়শীর জ্বালায় এখন জ্বলছি নিশিদিন।
তোমার সঙ্গে কইমু কথা দুঃখের জ্বালা জুড়াইতে
ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে।
ছেলে-
আকাশেতে ডাকলে মেঘা মনটা কেমন করে
বিরহী মোর অন্তর তখন তোমায় খুঁজে মরে
তোমায় যদি না পাই সখী যাইমু কিন্তু মরিতে
দুইজনাতে কইমু কথা চান্দের হাসিতে।
ছেলে-
কিগো খানাপিনা কই???
মেয়ে-
পালাগাইয়ের দুধের ছানা চালুন ভাজা খই
আরও আছে শিকায় তোলা গামছাপাতা দই
ধীরে ধীরে খাইবা সখা কথার ফোঁড়ন কাটিতে
ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে।
YouTube Video