Chokher Niche Kalo Dag Lyrics | Samz Vai Lyrics
Song Name | Chokher Niche Kalo Dag |
Singer(s) | Samz Vai |
Lyricist(s) | Samz Vai |
Music(s) | Ankur Mahamud |
Chokher Niche Kalo Dag | Samz Vai Lyrics
খেয়ালের আরালে
কালো চাঁদ উঠেছে
আর আমি বোকা জবা
ফুল মরে গেছি আদরে
নিরবাক ওই চাহনির
নিছে জমে থাকা ধুলোয়
মুছে গেছে আমার ছবি টা
এক তপ্ত বিকেলে
এই আমি পাথর নয় তবু
কেনো ভেঙে চুরমার করে দিলি
তোর সেই কালো যাদুর মায়াতে
কেনো মরে কবজা করে নিলি
পারবি কি তুই চোখের
নিচের কালো দাগ আমার মুছে দিতে
পারবি কি তুই মৃত্যুর কুল থেকে ফিরিয়ে
নিয়ে আমায় আবার সাজাতে
আমি আজ বড় অসহায়
তুই হারাতে কেনো করলি
এতো অভিমান ভালোবাসাতে
আমার আধমরা এই লাশ
আমি মাসের পরে মাস
না দিলি পুরা মাটি
পারলে কবর দিয়া যাস
কিছু ব্যাথায় জং ধইরাছে মনে
ভেলকি টা দেখাইলি গোপনে
আমার নরম বুকটা পাইয়া
করলি তুই সুখ দুঃখের চাষ
আমার মনটারে কি পাইছিলি তুই
গুলিস্থানের বাজার
নানান হিসাব নিকাশ কইরা
পরে কেন মুখ ফিরাইলি আবার
স্মৃতি সর্প হইয়া দংশন করে
রাইত বিরাতে সব
এত সব আদরের ডাক ভুইলা
এহন তুই কেমনে ডাকোস আপনে
আমার ঘুড়ির ওই মতো জীবন
দিলি সুতাটারে ছাইরা
বিশ্বাস কর পারবোনা কেউ তোরে
ভালোবাসতে আমার মতো কইরা
জীবন আর মায়ার ব্যাথা
সবইতো আজ বুইঝা গেছি
নিঃশ্বাস টারে ভালোবাইসা আজ
লাশের মতো বাইচ্চা আছি
এত ভালোবাসা দিয়া কেন
গেলি আড়াল হইয়া
আছি তোরই অপেক্ষাতে
দেখনারে আসিয়া
যায় কিরে তোর সময় ভালো
আমারে ছাড়িয়া
আমার দুঃখ আমি বইলাম
দেখলিনা চাহিয়া
দুঃখগুনে দিন চলে যায়
রাতের পরে রাত
যত্ন করে রেখেছি সব
তোর দেয়া আঘাত
পারবি কি তুই চোখের নিচের
কালো দাগ আমার মুছে দিতে
পারবি কি তুই মৃত্যুর কোল থেকে
ফিরিয়ে নিয়ে আমায় আবার সাজাতে
আমি আজ বড় অসহায়
তুই হারাতে কেনো করলি এতো
অভিমান ভালোবাসাতে
এই আমি পাথর নয় তবু কেনো
ভেঙে চুরমার করে দিলি
তোর সেই কালো যাদুর মায়াতে
কেনো মরে কব্জা করে নিলি
পারবি কি তুই চোখের নিচের
কালো দাগ আমার মুছে দিতে
পারবি কি তুই মৃত্যুর কোল থেকে
ফিরিয়ে নিয়ে আমায় আবার সাজাতে
পারবি কি তুই চোখের নিচের
কালো দাগ আমার মুছে দিতে
পারবি কি তুই মৃত্যুর কোল থেকে
ফিরিয়ে নিয়ে আমায় আবার সাজাতে
Chokher Niche Kalo Dag Lyrics in English
Keyaler arale kalo
Chad otheche ar ami boka
Jobar ful more gechi adore
Nirbak oi chahonite
Miche jome thaka dhuloy
Muche geche amar chobi ta
Ek poddo bikele
Ai ami pathor noyto tobe
Keno venge curmar kore dili
Tor sei kalo zadur mayate
Keno more kobjja kore nili
Parbi ki tui chokher
Nicher kalo dag amar muche dite
Parbi ki tui mrritur kul theke firiye
Niye amay abar sajate
Ami boro asohay
Tui harate keno koroli
Eto oviman valobasate
YouTube Video