E Naamey Se Naamey Lyrics | Shaan & Anwesshaa Lyrics
Song Name | E Naamey Se Naamey |
Singer(s) | Shaan & Anwesshaa |
Lyricist(s) | Rajiv Dutta & Prasenjit Mallik |
Music(s) | Dabbu |
E Naamey Se Naamey | Shaan & Anwesshaa Lyrics
চিনেছি আমি আমায়
তোমার ঐ দু'চোখে,
পড়ে পাওয়া এ জীবন
চায় মন থেকে তোমাকে।
তোমাকে ছাড়া দিন কী কঠিন
তুমি চাও যদি নিমেষে রঙিন,
বেপরোয়া এ জীবন
আজ নিয়ে যাক যে দিকে।
এ নামে সে নামে
লিখি হাজার খামে
ভাবনা যত সবটুকুই।
এভাবে চাই কাছে
তোমাকে ধারে কাছে
ইচ্ছে আমার এই শুধুই।
হো হো..
রূপকথা আজ তোমায় নিয়ে
এসেছে ধরা দিতে,
ও.. মন ছুটে যায় তোমার দিকে
থামেনা কোনো মতে।
কী করে এত স্বপ্ন আমার
একা আনমনে কাটবে সাঁতার,
দিশাহারা এ হাওয়ায়
আজ ডেকে নাও আমাকে ..
এ নামে সে নামে
লিখি হাজার খামে
ভাবনা যত সবটুকুই।
এভাবে চাই কাছে
তোমাকে ধারে কাছে
ইচ্ছে আমার এই শুধুই।
নেই কোন আর আড়াল রাখা
আমাকে ছুঁয়ে দেখো,
ও.. আজ থেকে সব তোমার নামে
আদরে মুড়ে রাখো।
তোমাকে ছাড়া দিন কী কঠিন
তুমি চাও যদি নিমেষে রঙীন,
বেপরোয়া এ জীবন
আজ নিয়ে যাক যে দিকে।
এ নামে সে নামে
লিখি হাজার খামে
ভাবনা যত সবটুকুই।
এভাবে চাই কাছে
তোমাকে ধারে কাছে
ইচ্ছে আমার এই শুধুই।
হো হো..
YouTube Video