Hariye Lyrics | Jisan Khan Shuvo Lyrics
Song Name | Hariye |
Singer(s) | Jisan Khan Shuvo |
Lyricist(s) | Jisan Khan Shuvo |
Music(s) | Adib Kabir |
Hariye | Jisan Khan Shuvo Lyrics
ঝরে যাওয়া পাতারই মতন
ঝরে গেছি আজ আমি,
কেন ভালোবাসোনি আমায়
হারিয়ে কোথায় তুমি ?
একলা পথের পথিক হয়ে
হেঁটে চলেছি একা,
আকাশ পানে শুধু তাকিয়ে থাকি
খুঁজে পাই না তোমার দেখা।
ঝরে যাওয়া পাতারই মতন
ঝরে গেছি আজ আমি,
কেন ভালোবাসোনি আমায়
হারিয়ে কোথায় তুমি?
জানি না কি অভিমানে
আমায় ফেলে গেলে,
আমার যত স্বপ্ন ছিলো
এভাবে ভেঙে দিলে।
ঝরে যাওয়া পাতারই মতন
ঝরে গেছি আজ আমি,
কেন ভালোবাসোনি আমায়
হারিয়ে কোথায় তুমি?
YouTube Video