O Mon Re Lyrics | Tanveer Evan Lyrics
Song Name | O Mon Re |
Singer(s) | Tanveer Evan |
Lyricist(s) | Tanveer Evan |
Music(s) | Piran Khan |
Featuring Stars | Yash and Madhumita |
O Mon Re Lyrics | Tanveer Evan Lyrics
অবুঝ এ মন বোঝে না বারণ
করে উচাটন সারাক্ষণ
বিনিময়ে তোকে চাওয়া
ফিরে পাওয়ার আবেদন
মন বোঝে না মন শোনে না
কারে বলি এ মনের কথা
মন বোঝে না মন সহে না
কারে বলি এ ব্যাকুলতা
ও মন রে
কথা দেওয়া ছিল
তোমাকে দেখাবো নতুন এক পৃথিবী
কী করে তা ভুলি তুই তো জানিস
তুই আমারই সবই
জেনে রাখিস মরণেও আমার হয়ে তুই থাকবি অন্তরে
হয়ে থাকিস তুই শুধু আমার দেহ জুড়ে
ও মন রে
মন বোঝে না মন শোনে না
কারে বলি এ মনের কথা
মন বোঝে না মন সহে না
কারে বলি এ ব্যাকুলতা
ও মন রে…
YouTube Video