Radha Dorshone (রাধা দর্শনে) Lyrics | Raju Das Baul Lyrics
Song Name | Radha Dorshone (রাধা দর্শনে) |
Singer(s) | Raju Das Baul |
Composer(s) | Radheshyam Das |
Lyricist(s) | Radheshyam Das |
Music(s) | Arindam Chatterjee |
Radha Dorshone (রাধা দর্শনে) | Raju Das Baul Lyrics
ওহে বাঁকা শ্যাম জপ অবিরাম
ওহে.. বাঁকা শ্যাম
ওহে বাঁকা শ্যাম জপ অবিরাম
রাধা নাম যেন ভুলোনা হে,
রাধা দরশনে যাবে যদি শ্যাম
রাধা নাম যেন ভুলোনা হে,
রাধা দরশনে যাবে যদি শ্যাম।।
শ্যাম তোমায় বড় ভালবাসি
আমি বৃন্দে হই শ্রীরাধার দাসী,
শ্যাম তোমায় বড় ভালবাসি
আমি বৃন্দে হই শ্রীরাধার দাসী,
আমি বলব কি বেশী, ওহে কালো শশী
বলব কি বেশী, ও কালো শশী
রাধা নামে বাঁশি বাজাও না হে
রাধা নামে বাঁশি বাজাও না হে।
রাধা দরশনে যাবে যদি শ্যাম
রাধা নাম যেন ভুলোনা হে,
রাধা দরশনে যাবে যদি শ্যাম।।
ভাঙা গড়া কাজ করো হে হরি
ভাঙতেও পারি গড়তে পারি,
ভাঙা গড়া কাজ করো হে হরি
আমি ভাঙতেও পারি গড়তে পারি,
আমি আরো ভালো পারি, প্রেমের কারি-কুরি
আরো ভালো পারি, প্রেমের কারি-কুরি
কত ভাবে করি ঘটনা হে,
রাধা দরশনে যাবে যদি শ্যাম
রাধা নাম যেন ভুলো না হে,
রাধা দর্শনে যাবে যদি শ্যাম।।
বৃন্দে চললো সঙ্গে লয়ে কানাই
সেথায় বসে আছে ...
আমার বিনোদিনী রাই,
বৃন্দে চললো সঙ্গে লয়ে.. কানাই
সেথায় বসে আছে ..
আমার বিনোদিনী রাই,
দাস রাধেশ্যাম বলে, গুরুচাঁদ গোঁসাই
রাধেশ্যাম বলে, গুরুচাঁদ গোঁসাই
চরণ ছাড়া কোরোনা হে
চরণ ছাড়া কোরো না,
রাধা দরশনে যাবে যদি শ্যাম
রাধা নাম যেন ভুলোনা হে,
রাধা দরশনে যাবে যদি শ্যাম।
ওহে বাঁকা শ্যাম জপ অবিরাম
ওহে বাঁকা শ্যাম জপ অবিরাম
রাধা নাম যেন ভুলোনা হে,
রাধা দর্শনে যাবে যদি শ্যাম
রাধা নাম যেন ভুলোনা হে,
রাধা দরশনে যাবে যদি শ্যাম
রাধা দরশনে যাবে যদি শ্যাম।।
YouTube Video