Type Here to Get Search Results !

RADHA (Reply Version) Lyrics - Debolinaa Nandy

RADHA (Reply Version) Lyrics  | Debolinaa Nandy Lyrics

RADHA (Reply Version)| Debolinaa Nandy Lyrics

Song Name RADHA (Reply Version)
Singer(s) Debolinaa Nandy
Composer(s) Supratip Bhattacharya
Lyricist(s) Krishna Bhattacharya & Supratip Bhattacharya
Featuring Stars Debolinaa Nandy & Manish Shaw
Music Label JMR music

 

RADHA (Reply Version) | Debolinaa Nandy Lyrics

কানু তুমি সবেতেই আছো 
শুধু ভাগ্যে নেই আমার,
রাধার নুপুর পথের ধুলায় 
তাই হলো উজাড়। 

আমি অকারণে তোমার খোঁজে 
ছুটে ছুটে যাই,
কানু ছাড়া এ হৃদয়ে 
নেই তো কারো ঠাঁই। 

রাধা কলঙ্কিনী চিরদিনই 
দিলো নাম সবাই,
কানুর তরে কলঙ্কের হার 
পারিলাম গলায়। 

কানু তুমি সবেতেই আছো 
শুধু ভাগ্যে নেই আমার,
রাধার নুপুর পথের ধুলায় 
তাই হলো উজাড়।।

হয়তো তুমি ভালোই আছো 
রুক্মিণীরে নিয়ে,
গড়ে নিও সুখেরও নীড় 
রাধার অশ্রু দিয়ে,
বনমালী পরজনমে হয়ো তুমি রাধা 
বুঝো তুমি কত দুঃখ, 
কত সমাজ বাধা। 

রাধা কলঙ্কিনী চিরদিনই 
দিলো নাম সবাই,
কানুর তরে কলঙ্কের হার 
পারিলাম গলায়। 
রাধা কলঙ্কিনী চিরদিনই 
দিলো নাম সবাই,
তবু রাধার সর্ব অঙ্গ 
শুধুই কৃষ্ণময়। 

কানু তুমি সবেতেই আছো 
শুধু ভাগ্যে নেই আমার,
রাধার নুপুর পথের ধুলায় 
তাই হলো উজাড়।

YouTube Video

 


 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area