Le Pocha Komor Nacha | Ariyoshi Synthia Lyrics
Song Name | Le Pocha Komor Nacha l লে পচা কোমর নাচা |
Singer(s) | Ariyoshi Synthia |
Composer(s) | Apu Debnath |
Lyricist(s) | Just Neel |
Music(s) | Apu Debnath |
Le Pocha Komor Nacha | লে পচা কোমর নাচা | Ariyoshi Synthia Lyrics
পচা তুমি কলির কেষ্ট
আমি তোমার রাধা হবো,
তোমাকে নিয়ে সোনা
ডিনার ডেটে যাবো,
তোমাকে না পেলে পচা সমান আমার মরা বাঁচা,
ডিজের তালে তুলে কাছা
হালকা করে কোমর নাচা,
লে পচা কোমর নাচা....
পচার চুলের রং ব্রাউন
মাথায় পরা যেন ক্রাউন
পচা সোনামণিদের ক্রাশ
পচা sexy বারোমাস
পচা তোমাকে না পেলে আমি খেয়ে নেব বিষ
আরে এখন না একটু পরে দিস....
আরে পচা যাবে ঝারি মারতে সঙ্গে যাবে কে?
সঙ্গে কেউ নাইবা এলো KTM এনেছে....
পচার চশমা লাল পিলা
পচার কোমর খান ঢিলা
তবে জিগরা আছে ফারু
পচা খাই দেশি দারু
তাতে কি?
ছেলে হয়ে মাল খাবে না?
আলবৎ খাবে
এই শুরু করতো....
এক টানেতে যেমন তেমন দুটানেতে রুগী,
তিন টানেতে রাজা উজির চার টানেতে সুখী....
পচা তোমাকে না পেলে আমি খেয়ে নেবো বিষ,
আরে আবার দিচ্ছে,
বলছি না একটু পরে দিস....
YouTube Video