Norom Haater Sporshe Lyrics | Habib Wahid
Song Name | Norom Haater Sporshe |
Singer(s) | Habib Wahid |
Lyricist(s) | Ali Baker Zico |
Music(s) | Habib Wahid |
Norom Haater Sporshe | Habib Wahid Lyrics
তুমি কি আমার পাশে এসে
বসতে পার কিছুক্ষণ
আমি তো তোমার গায়ের গন্ধে
মাতাল হয়ে যাই তখন
কথা না বলেও অনেক কথা
বলা যায় চোখে চোখে
স্বপ্নে হারিয়ে যেতে পারি
তোমার নরম হাতের স্পর্শে
সময়ের কাছে হেরেছি দু'জনে
আজ দু'জনেই দুই প্রান্তে
যে ভালোবাসা আছে বুকে
তুমি বল না ভুলে যাব কিভাবে
YouTube Video