Smritir Poth Beye| Anwesshaa Lyrics
Song Name | Smritir Poth Beye |
Singer(s) | Anwesshaa |
Smritir Poth Beye | Anwesshaa Lyrics
ভালো আছি ভালো থেকো
স্মৃতির ঘরে আমায় রেখো,
চোখের পাতায় মেঘের ছোঁয়ায়
তুমি থেকো।
ঠোঁটের কোলে আলগা হাসি
আমি বড় ভালোবাসি,
হঠাৎ চাওয়া দিন গুলোতে
তুমি থেকো।
বিষন্ন দিন, একলা রাত
কেটে গেছে কেটে যাবে,
তুবুও আজ তোমার ছোঁয়ার
ভালোলাগায় ভালোবাসায়
এক আকাশ নীরবতায়,
তুমি ছিলে তুমি আছো
তেমন থেকো।।
ঝড়ের আগে দমকা হাওয়া
তোমায় পাওয়া আর না পাওয়া
বুকে গভীর ক্ষত হয়ে
তুমি থেকো।
কথার খেলাপি, ভাঙা হৃদয়
চোখের জলে ভেজে সময়,
এ প্রেম আমার রূপকথা নয়।
ব্যস্ত শহর, ক্লান্ত শরীর
না লেখা গান আর অভিমান
সবেতে ঠিক যেমন ছিলে
তেমন থেকো।
ভালো আছি ভালো থেকো
স্মৃতির ঘরে আমায় রেখো,
চোখের পাতায় হুঁ ..
তুমি থেকো।
YouTube Video