Sudhu Moner Kone Lyrics | Pritam Kumar, Divyaa Roy
Song Name | Sudhu Moner Kone |
Singer(s) | Pritam Kumar, Divyaa Roy |
Lyricist(s) | Lincon |
Featuring Stars | Bonny & Koushani |
Album | Chuti |
Sudhu Moner Kone | Pritam Kumar, Divyaa Roy Lyrics
শুধু মনের কোনে তুই
একবার আয়নারে,
রেখে দেবো তোকে
এই বুকে খুব আদরে।
এক মিঠে রোদের গল্প
তোকে দেবো অল্প অল্প,
নাম না জানা কোন দেশে
ভালোবাসা হবে তোর,
বড়ো খেয়াল করে তোকে
তোর সবটা জুড়ে থেকে,
শেখাবো কি করে হয়
এক পলকে নজর।
ও হো শুধু মনের কোনে
তুই একবার আয়নারে,
রেখে দেবো তোকে
এই বুকে খুব আদরে।।
হো.. আসি আসি করে ওগো
শেষে যে এলি,
কি দারুন ভালো তুই কি করে বলি।
সেই কবে থেকে প্রেমে
পড়ে গেছি তোর,
মনে মনে লিখে গেছি তোর সব আদর।
এক মিঠে রোদের গল্প
তোকে দেবো অল্প অল্প,
নাম না জানা কোন দেশে
ভালোবাসা হবে তোর,
বড়ো খেয়াল করে তোকে
তোর সবটা জুড়ে থেকে,
শেখাবো কি করে হায়
এক পলকে নজর।
শুধু মনের কোনে
তুই একবার আয়না রে,
রেখে দেবো তোকে
এই বুকে খুব আদরে।।
YouTube Video