Morich Jhaal (মরিচ ঝাল) Lyrics | Ariyoshi Synthia
Song Name | Morich Jhaal (মরিচ ঝাল) |
Singer(s) | Ariyoshi Synthia |
Composer(s) | Avi, Apu |
Lyricist(s) | Avi Roy |
Morich Jhaal (মরিচ ঝাল) | Ariyoshi Synthia Lyrics
ওরে সুজন তুই করবি কবে আমারে বিয়ে
বউ সাজাইয়া লইয়া যাবি আমারে নিয়ে,
তোরে দেইখ্যা রে করে আমার ধুকপুকানি বুক,
তোর ভালোবাসায় পাইয়াসি রে ভালোবাসার সুখ,
যদি ছাইড়া যেতে চাস আমায় কাল
মরিচ ঝাল লাগাইয়া দিমু জ্বলব চিরকাল....
লোকে যে যা বলছে বলুক,
আলোচনা চলছে চলুক,
ওইসবে কে পাত্তা দেবে বল
লঙ্কা লেবু ঝুলিয়ে দেব
নজর গুলো উড়িয়ে দেব আয় না খোকা আমার সাথে চল....
চাই না আমার বাড়ি গাড়ি
চাই না আমার দামি শাড়ি
চাইরে আমার তোকেই শুধু শোন,
আদর করে খাওয়াই দিবি,
কাঁদলে জল মুছাই দিবি,
এইটুকু তো চাইরে প্রিয়জন....
YouTube Video