Premer Silalipi (প্রেমের শিলালিপি) Lyrics | Rupak Tiary & Kajol Chatterjee
Song Name | Premer Silalipi |
Singer(s) | Rupak Tiary & Kajol Chatterjee |
Composer(s) | Aviman Paul |
Lyricist(s) | Aviman Paul |
Premer Silalipi | Rupak Tiary & Kajol Chatterjee Lyrics
তোমায় নতুন করে
ছুঁতে চাওয়ার মুহূর্তরা
তোমার চেনা চোখে
নতুন করে হারিয়ে যাওয়া
তুমি ছোট্ট টিপে, তাকাও মেপে
জল মাপো সই
আমি দুএক পশলা বৃষ্টি হতে
পারছি কই
আমিও ছিলাম বসে
তোমার পথের অপেক্ষাতে
জানলা খোলা উড়ো চিঠির
আস্কারাতে
তোমায় আলোয় আলোয় সাজাই
তোমায় মনের রঙে সাজাই
তুমি শহর জুড়ে প্রেমের শিলালিপি
তুমি আমার হয়েই থেকো
আমায় পুরনো নামেই ডেকো
আমি কখন যে তোমার হলাম চুপিচুপি
তোমায় অনেক কিছু
বলার আছে, শুনবে কি
তারায় তারায় এই মিষ্টি প্রহর
গুনবে কি
আমি পূর্ণ হলাম
তোমার চোখের আয়নাতে
হাত ছেড়োনা অবুঝ কিছু
বায়নাতে
তোমায় আলোয় আলোয় সাজাই
তোমায় মনের রঙে সাজাই
তুমি শহর জুড়ে প্রেমের শিলালিপি
তুমি আমার হয়েই থেকো
আমায় পুরনো নামেই ডেকো
আমি কখন যে তোমার হলাম
চুপিচুপি
YouTube Video