Bypass e Lyrics | Rishav Chakraborty Lyrics
Song Name | Bypass e |
Singer(s) | Rishav Chakraborty |
Composer(s) | Rishav Chakraborty |
Lyricist(s) | Samiran Barui |
Music(s) | Rishav Chakraborty |
Bypass e | Rishav Chakraborty Lyrics
বাইপাসে
ধোঁয়া ওঠা উনুনের ঘাম ×২
বাইসাইকেল চেপে ওরে নিল বেলুন
বে- নজির নাম ×2
বাইপাসে ধোঁয়া ওঠা উনুনের ঘাম
খুঁজছো তুমি
আমিও খুঁজছি একা ×২
জানালার কাছে বারবার চাঁদ
ধাক্কা খেয়ে পড়ে যায় একা×২
বাইপাসে ধোঁয়া ওঠা উনুনের ঘাম
খেয়ালে আলাপ
বাঁধি সুতোর বাঁধনে
আলগা হয়ে যায় গিট
অভাব যত্নে ×২
ফুঁপিয়ে ওঠে মেঘ
জল জমে পাহাড়
লুকিয়ে রাখা মুখ
কেমন এ আধার
খেয়ালে আলাপ
বাঁধি সুতোর বাঁধনে
আলগা হয়ে যায় গিট
অভাব যত্নে
বাইপাসে
ধোঁয়া ওঠা উনুনের ঘাম ×২
বাইসাইকেল চেপে ওরে নিল বেলুন
বে- নজির নাম ×2
বাইপাসে ধোঁয়া ওঠা উনুনের ঘাম
YouTube Video