Chand Keno Ashe Na Amar Ghore Lyrics - Raghab Chatterjee

Singer | Raghab Chatterjee |
Music | Chiradip Dasgupta |
Song Writer | Sumit Samaddar |
চাঁদ কেন.. আসেনা আমার ঘরে
চাঁদ কেন আসেনা আমার ঘরে
হো.. চাঁদ কেন আসেনা আমার ঘরে
চাঁদ কেন আসেনা আমার ঘরে
সে অভিমানীনি আজো তো বলেনি
অভিমানিনী আজো তো বলেনি
আসবে কিনা সে ফিরে ওও ..
চাঁদ কেন আসেনা আমার ঘরে..
চাঁদ কেন আসেনা আমার ঘরে
দিন যায় রাত যায়, বয়ে যায় সময়
ম্লান মুখ তার আজো সেই
চোখ চায়, মন চায় তবু ভাঙ্গা হৃদয়
সবি আছে চাঁদ শুধু নেই
মেঘেরা যদি গিয়েছে দূরে সরে..
চাঁদ কেন আসেনা আমার ঘরে..
জোয়ার ভাটায় চাঁদ আসে চাঁদ যায়
আলো করে আঙিনা সবার
আমি আছি ভরসায় ঘোর অমানিশায়
কাটেনা কেন যে এ আঁধার
ভালোবাসা গুমরে কেঁদে মরে..
চাঁদ তবু আসেনা আমার ঘরে
হো.. চাঁদ কেন আসেনা আমার ঘরে
চাঁদ কেন আসেনা আমার ঘরে
সে অভিমানীনি আজো তো বলেনি
অভিমানিনী আজো তো বলেনি
আসবে কিনা সে ফিরে ও..
চাঁদ কেন ....