Dao Abosor Lyrics - Subhamita Banerjee

Singer | Subhamita Banerjee |
Song Writer | Kazi Nazrul Islam |
একটুখানি দাও অবসর বসতে কাছে,
একটুখানি দাও অবসর বসতে কাছে,
তোমায় আমার অনেক যুগের
অনেক কথা বলার আছে,
দাও অবসর বসতে কাছে
একটুখানি দাও অবসর বসতে কাছে।।
গ্রহ ঘিরে উপগ্রহ যেমন ঘোরে অহরহ,
গ্রহ ঘিরে উপগ্রহ যেমন ঘোরে অহরহ,
আমার আকুল এ বিরহ
তেমনি করে তোমায় যাচে,
একটুখানি দাও অবসর বসতে কাছে।।
চিরকালই রইবে তুমি
আমার পাওয়ার বহুদূরে,
আজকে ক্ষণিক কইবো কথা
সকরুণ গানের সুরে।
কইবো কথা গানে গানে
চাইবো না আর নয়ন পানে,
কইব কথা গানে গানে
চাইব না আর নয়ন পানে,
আমার চোখে অশ্রুরেখা
দেখে আমায় চেনো পাছে।
একটু খানি দাও অবসর বসতে কাছে,
তোমায় আমার অনেক যুগের
অনেক কথা বলার আছে,
দাও অবসর বসতে কাছে
একটুখানি দাও অবসর বসতে কাছে।।