Type Here to Get Search Results !

You Are My Love Lyrics (ইউ আর মাই লাভ) Raavan - Ash King Lyrics

You Are My Love Lyrics (ইউ আর মাই লাভ) Raavan - Ash King Lyrics

Singer Ash King

মন বেয়াড়া দিচ্ছে ইশারা
তোর হতে চায় আজই,
নেই কোন উপায়
নেই কোন বাধা,
সবকিছুতে মন রাজি।

তোর চাউনিতে
মন হারালো আজ
কি করে বল বোঝাই,
তুই যদি রাজি চলনা একসাথে
আজ কোথাও হারাই।

ইউ আর মাই লাভ
ইউ আর মাই লাভ,
ইউ আর মাই লাভ
ইউ আর মাই লাভ।।

নীল খামে আনকোরা
কবিতারা যেন আজ,
লিখেছে প্রেমেরই ভাষা।

ও.. নীল খামে আনকোরা
কবিতারা যেন আজ,
লিখেছে প্রেমেরই ভাষা।
ও.. সময়ের সীমানা
ছাড়িয়ে আজ এই মন,
বুঝেছে শুধু কাছে আশার।

তোর চাউনিতে
মন হারালো আজ
কি করে বল বোঝাই,
তুই যদি রাজি চলনা একসাথে
আজ কোথাও হারাই।

ইউ আর মাই লাভ
ইউ আর মাই লাভ,
ইউ আর মাই লাভ
ইউ আর মাই লাভ।।

চল উড়ে যাই চলে মেঘের মুলুকে
যেখানে স্বপ্নরা মেশে,
ও.. চল উড়ে যাই চলে মেঘের মুলুকে
যেখানে স্বপ্নরা মেশে,
ও.. আনমনে দুজনে হারিয়ে যাবো
একসাথে প্রেমের ওই দেশে।

তোর চাউনিতে
মন হারালো আজ
কি করে বল বোঝাই,
তুই যদি রাজি চলনা একসাথে
আজ কোথাও হারাই।

ও.. ইউ আর মাই লাভ
ইউ আর মাই লাভ,
ইউ আর মাই লাভ
ইউ আর মাই লাভ।।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area