Type Here to Get Search Results !

Onubhuti Lyrics (অনুভূতি) Sahil Sanjan | Love vs Crush 2 Natok

Onubhuti (Tumi Dur Theke Keno) - Sahil Sanjan Chowdhury Lyrics

Singer Sahil Sanjan Chowdhury
Music Piran Khan
Song Writer Piran khan & Tanjib Sowrov

দূরে দূরে কেনো থাকো
পাশে এসে হাতটি ধরো,
চোখে চোখ রেখে বলো ভালোবাসো।
ক্লাসের ফাঁকে তোমায় দেখে
প্রথম প্রেমে পড়া,
তোমায় দেখে ভালো লাগা
তোমায় ঘিরে সব চাওয়া।

তুমি দূর থেকে কেনো হাসো ?
আড়াল থেকে আমায় কাছে ডাকো,
কিছু মেঘ অগোচরে ঠিক বৃষ্টি নামার পরে
শীতল হাওয়া বইছে যেনো তোমায় দেখে।

আমি যাচ্ছি ডুবে ঘোরে
কোনো রুপকথার দেশে,
আর আঁকছি তোমায় মনেরই ক্যানভাসে।।

কোন মায়া কোন সুরে
বেঁধেছো আমাকে,
ছেড়ে যাবে না কখনো,
তোমারই চোখেতে পৃথিবী খুঁজে পাই
হারিয়ে যাই তোমাতে যেনো।

তোমার চোখের কাজল রেখায়
আমায় খুঁজে পাওয়া,
সেইদিন থেকে তোমায় ঘিরে
সবটুকু আমার চাওয়া।

তুমি দূর থেকে কেনো হাসো ?
আড়াল থেকে আমায় কাছে ডাকো,
কিছু মেঘ অগোচরে ঠিক বৃষ্টি নামার পরে
শীতল হাওয়া বইছে যেনো তোমায় দেখে।

আমি যাচ্ছি ডুবে ঘোরে
কোনো রুপকথার দেশে,
আর আঁকছি তোমায় মনেরই ক্যানভাসে।।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area