Bonde Maya Lagaise Lyrics ( বন্ধে মায়া লাগাইসে) Lyrics - Snigdhajit Bhowmik

Singer | Snigdhajit Bhowmik |
Composer | |
Music | |
Song Writer |
Lyrics
বল রে মন,
বল রে তুই
তোর কারে চাই
বল রে মন,
বল রে তুই
তোরে ছুঁয়ে যাই
বল রে মন,
কেনো তোরে
চোখেতে হারাই
বল রে মন,
কেনো তোরে
এতো পেতে চাই
মন রে,
ঘুমেরই গোপনে
মন রে,
বেঁধে নে যতনে
বন্দে মায়া লাগাইসে,
পিরিতি শিখাইসে
বন্দে মায়া লাগাইসে পিরিতি শিখাইসে,
দেওয়ানা বানাইসে,
কী যাদু করিয়া রে বন্দে
মায়া লাগাইসে;
কী যাদু করিয়া রে বন্দে মায়া লাগাইসে (X2)
দিল দরদিয়া…
দিল দরদিয়া
পলকে ইশারায়;
বেবাগী করেছে আমায়…
না ভালো, লাগে না,
রাতিয়া কাটে না;
দেওয়ানা তোরই যে আশায়
ও জীবন রে,
তুই দে ভাসিয়ে দে না;
চল আকাশে,
আজ উড়তে কী মানা…
বন্দে মায়া লাগাইসে,
পিরিতি শিখাইসে
বন্দে মায়া লাগাইসে পিরিতি শিখাইসে,
দেওয়ানা বানাইসে,
কী যাদু করিয়া রে বন্দে
মায়া লাগাইসে;
কী যাদু করিয়া রে বন্দে মায়া লাগাইসে (X2)