Brindabono Bilasini Lyrics (বৃন্দাবন বিলাসিনী) - Aditi Munshi

Singer | Aditi Munshi |
Composer | |
Music | |
Song Writer |
Lyrics
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের,
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের,
ওগো রাই আমাদের, রাই আমাদের,
আমরা রাইয়ের, শ্যাম তোমাদের,
রাই আমাদের।
ওগো রাই আমাদের, রাই আমাদের,
আমরা রাইয়ের, শ্যাম তোমাদের,
রাই আমাদের।
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের,
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের।
সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে
সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে
আর সারি বলে,
আর সারি বলে আমার রাধার চরণ পাবে বলে,
চূড়া তাইতো হেলে।
আর সারি বলে আমার রাধার চরণ পাবে বলে,
চূড়া তাইতো হেলে।
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের,
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের।
সুখ বলে আমার কৃষ্ণে মাথায় শিখীর পাখা
সুখ বলে আমার কৃষ্ণে মাথায় শিখীর পাখা
আর সারি বলে,
আর সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা
সে যে যায় না দেখা।
আর সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা
সে যে যায় না দেখা।
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের,
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের।
সুখ সারি দুজনার দ্বন্দ ঘুচে গেলো
সুখ সারি দুজনার দ্বন্দ ঘুচে গেলো
জয় জয় রাধা কৃষ্ণের নামে এবার,
ও জয় জয় রাধা কৃষ্ণের নামে এবার
হরি হরি বলো, বৃন্দাবনে চলো।
জয় জয় রাধা কৃষ্ণের নামে এবার
হরি হরি বলো, বৃন্দাবনে চলো।
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের,
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের,
ওগো রাই আমাদের, রাই আমাদের,
আমরা রাইয়ের শ্যাম তোমাদের,
রাই আমাদের।
ওগো রাই আমাদের, রাই আমাদের,
আমরা রাইয়ের শ্যাম তোমাদের,
রাই আমাদের।
বৃন্দাবনো বিলাসিনী রাই আমাদের,
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের।
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের।