Prem Kore Mon Dila Na Lyrics (প্রেম করে মন দিলা না) Lyrics - Baul Sukumar

Singer | Baul Sukumar |
Composer | |
Music | |
Song Writer |
Lyrics
প্রেম করে মন দিলা না
আমি মরলে একটু কানবা না।
ও প্রেম করে মন দিলা না
আমি মরলে একটু কানবা না।
বন্ধু, মন ভাঙিয়া চইলা গেলে
সুখ মিলে না, মিলে না।
প্রেম করিয়া ছাইড়া গেলে
সুখ মিলে না, মিলে না।
প্রেম করে মন দিলা না
আমি মরলে একটু কানবা না,
ও প্রেম করে মন দিলা না
আমি মরলে একটু কানবা না।
পুকুর পারে হাঁটতে গেলে,
তোমার কথা মনে পড়ে।
রোজ বিকালে তোমার দেখা
আর তো মিলে না রে,
রোজ বিকালে তোমার দেখা
আর তো মিলে না।
দিন ফুরালে সন্ধ্যা নামে
তোমার কথা মনে পড়ে,
প্রেমে পাওয়া এত জ্বালা
সইতে পারি না রে,
প্রেমে পাওয়া এত জ্বালা
সইতে পারি না।
বন্ধু, মন ভাঙিয়া চইলা গেলে
সুখ মিলে না, মিলে না,
প্রেম করিয়া ছাইড়া গেলে
সুখ মিলে না, মিলে না।
প্রেম করে মন দিলা না,
আমি মরলে একটু কানবা না।
ও প্রেম করে মন দিলা না
আমি মরলে একটু কানবা না।
জ্যোৎস্না রাতে জোনাক জ্বলে
ব্যথার নদী বইয়া চলে,
চোখের জলে বালিশ ভিজে
ঘুমতো আসে না রে,
চোখের জলে বালিশ ভিজে
ঘুমতো আসে না।
চোখ বুজিলে তুমি আসো
মিছামিছি ভালোবাসো,
চোখ মেলিয়া কাঁদতে থাকি
ভালো লাগে না রে,
চোখ মিলিয়া কাঁদতে থাকি
ভালো লাগে না।
কারো, মন ভাঙিয়া চইলা গেলে
সুখ মিলে না, মিলে না,
প্রেম করিয়া ছাইড়া গেলে
সুখ মিলে না, মিলে না।
প্রেম করে মন দিলা না,
আমি মরলে একটু কানবা না।
ও প্রেম করে মন দিলা না,
আমি মরলে একটু কানবা না।
বন্ধু, মন ভাঙিয়া চইলা গেলে
সুখ মিলে না, মিলে না,
প্রেম করিয়া ছাইড়া গেলে
সুখ মিলে না, মিলে না।
প্রেম করে মন দিলা না
আমি মরলে একটু কানবা না,
ও প্রেম করে মন দিলা না
আমি মরলে একটু কানবা না।