Rajar Raja Lyrics - Arijit | রাজার রাজা | Khadaan

Singer | Arijit |
Composer | |
Music | Khadaan |
Song Writer | Ritam Sen |
Lyrics
হে বাজা বাজা বাজা বাজা বাজা
ধামসা মাদল বাজা রে,
রাজা রাজা রাজা রাজা রাজা
এলো মনের রাজা রে।
ওড়ে ওড়ে ওড়ে ওড়ে ওড়ে
রক্তে নিসান ওড়ে রে,
ঘোরে ঘোরে ঘোরে ঘোরে ঘোরে
চরখি যখন ঘোরে রে।
মহাদেবের ভক্ত আমি
আনতে পারি প্রলয়,
ভালোর ভালো মন্দেরই জয়
কাউকে করিনা ভয়..
রাজার রাজা এলো
রাজার রাজা এলো,
রাজার-রাজা এলো,
রাজার রাজা।
বলে সবাই লাগাম ছাড়া
ভালোবাসায় মাতায় পাড়া,
পাগলা হাওয়ারই খামখেয়ালে
আমি নাচি আমার তালে।
হে বলে সবাই লাগাম ছাড়া
ভালোবাসায় মাতায় পাড়া,
(পাগলা হাওয়ার খামখেয়ালে
তুমি নাচ তোমার তালে)
ও মহাদেবের ভক্ত আমি
আনতে পারি প্রলয় ..
রাজার রাজা এল
রাজার-রাজা এল,
রাজার রাজা এল,
রাজার রাজা।