Kamlo Megheder Ojan - Rupam Islam Lyrics

Singer | Rupam Islam |
Music | Rupam Islam |
Song Writer | Rupam |
কমলো মেঘেদের ওজন
বৃষ্টি বলে প্রয়োজন তাকে
যে খোঁজে আমাকে,
ও হো হো হো কমলো মেঘেদের ওজন
বৃষ্টি বলে প্রয়োজন তাকে
যে খোঁজে আমাকে,
বৃষ্টি ভেজে বৃষ্টিতেই
সৃষ্টি ছাড়া সৃষ্টিতেই,
বৃষ্টি ভেজে বৃষ্টিতেই
সৃষ্টি ছাড়া সৃষ্টিতেই,
অশ্রু বিভোর তবু জানেনা কেন সে কাঁদে,
কমলো মেঘেদের ওজন
বৃষ্টি বলে প্রয়োজন তাকে
যে খোঁজে আমাকে।
আ হা হা হা ..
ভেজা ভেজা চিন্তায়
ভেজে এই দিনটাই
চিলেকোঠা জলে জলময়,
ও হো হো হো বৃষ্টি ধোয়া রাত,
কার্নিশে কার হাত
একা কে দাঁড়িয়ে অসময়।
ওকে লাগে ভয় আমার,
কাছে গিয়ে কেন আবার আসি ফিরে
শিক্ত শরীরে..
বৃষ্টি বড় সূক্ষ যে
বৃষ্টি কোন সুখ খোঁজে,
বৃষ্টি বড় সূক্ষ যে
বৃষ্টি কোন সুখ খোঁজে,
তরঙ্গ ভাঙে কেন হৃদয়ের নদী তীরে,
কমলো মেঘেদের ওজন
বৃষ্টি বলে প্রয়োজন তাকে,
যে খোঁজে আমাকে।
লা লা লা লা ..