Adorbelar Gaan Lyrics | Brishtilekha Nandini and Rupankar Bagchi Lyrics
Song Name | Adorbelar Gaan |
Singer(s) | Brishtilekha Nandini and Rupankar Bagchi |
Composer(s) | Bhaswar |
Lyricist(s) | Bhaswar |
Adorbelar Gaan | Brishtilekha Nandini and Rupankar Bagchi Lyrics
কথন :
কখনও কখনও বহুদূরে চলে যাওয়া দুটো মানুষ
হঠাৎ মুখোমুখি হয়ে যায়,
কেন জানিস ?
কেন? অপ্রস্তুতে পড়বে বলে?
উঁহুঁ, জীবন আসলে তাদের একটা সুযোগ দেয়
সব ভুল গুলোকে শুধরে নিয়ে
নতুন ভাবে শুরু করার জন্য।
আর যদি তারা
সেই সুযোগটা কে কাজে না লাগায়?
তখন ?
তখন ...
গান :
নামছে রাত, টানছে আঙুল পিছন থেকে
অলস সময়।
নামছে রাত, টানছে আঙুল পিছন থেকে
অলস সময়, ভিজে হাওয়া
ধরাচ্ছে শীত জ্বালছে আগুন, বৃষ্টি ফোঁটায়।
সারাদিনের উড়ান,
ক্লান্ত ডানায় ফিরছে ঘরে,
বেলাশেষের নরম আলোয়
মিশছে কালো ধীরে ধীরে।
না জানি কোন নেশাতে মন
গলছে সব কারণ বারণ,
রূপকথা সাজছে ওই তোর মুখে।
গোধূলি রং যেই ফুরালো
সারা শহর বদলে গেলো,
আমার আকাশ ওই হারালো তোর চোখে।
হা.. নামছে রাত ...
কথন :
সত্যি কথা বলতো,
একবারও মনে হয়নি যোগাযোগ করার কথা?
হুঁ, হয়েছিল তো
পিছিয়ে গেছিলাম বারবার
মনেহয়েছিলো সব বোধহয় শেষ হয়ে গেছে।
ও, মনে হয়েছিল!
তারমানে এখন আর মনে হচ্ছে না?
এখনও মনে হচ্ছে, তবে..
তবে? তবে কি ?
গান :
খুব চেনা এই পথের
অচেনা কোনো বাঁক,
করছে জমা স্বপন
মন খারাপ দূরে থাক।
তোর বুক জুড়ে, জমা কথার পাহাড়ে
বাঁধ ভাঙা ঝর্ণারা কথা সাজাক
হাসির আদোরে।
সে আদরের পাগল ঝরায়
এ মন আমার চায় ভিজতে চায়,
হারিয়ে ফের তোকে পাওয়ার
এ উচ্ছাসে।
গোধূলি রং যেই ফুরালো
সারা শহর বদলে গেলো,
আমার আকাশ ওই হারালো তোর চোখে।
হুঁ .. নামছে রাত ...
কথন :
একটা সত্যি কথা বলি?
সত্যি কথা? বল!
আজ অনেকদিন বাদে মনে হচ্ছে
অভিমানের একটা আস্ত পাহাড়
বুক থেকে নেমে গেলো।
তাহলে সেখানে যে শূন্যস্থান তা তৈরী হলো
সেটাকে পূরণ করার কথা কিছু ভাবলি?
ভেবেছি, তবে..
আবার তবে! তবে কি?
গান :
সাঁঝবাতির রূপকথায়
মিশছে সুখে অসুখ,
কেউ বা ভাসছে আলোয়
কেউ লুকাচ্ছে মুখ।
আলো আঁধারে, ছায়াছবির এই খেলাতে
রোজ কত স্বপ্ন রা বাঁচে মরে,
এ শহর বুক জুড়ে।
সে স্বপ্নের মরীচিকায়
এ মন আমার হারাতে চায়,
তোর সাথে হবো নিখোঁজ
এই ভেবে।
গোধূলি রঙ যেই ফুরালো
সারা শহর বদলে গেলো,
আমার আকাশ ওই হারালো
তোর চোখে।
নামছে রাত, টানছে আঙ্গুল পিছন থেকে
অলস সময়,
ভিজে হাওয়া ধরাচ্ছে শীত জ্বালছে আগুন,
বৃষ্টি ফোঁটায়।
সারাদিনের উড়ান,
ক্লান্ত ডানায় ফিরছে ঘরে,
বেলাশেষের নরম আলোয়
মিশছে কালো ধীরে ধীরে।
নামছে রাত..
YouTube Video