BEHULA UNPLUGGED Lyrics | Emil Lyrics
Song Name | BEHULA UNPLUGGED |
Singer(s) | Emil |
Lyricist(s) | Tanvir Chowdhury |
BEHULA UNPLUGGED | Emil Lyrics
ভাগ্য আমায় ছোবল মারে
রক্তে বিষের জ্বালা
তুমি আমার আধার রাতে
একশ তারার মালা
তোমার আমার এই কাহিনী
হাজার বছর ধরে
ভালোবাসার গান শোনাবে
প্রাচিন কোনো সুরে
(কোরাস)
ও বেহুলা
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।।
ছাইড়া গেল স্বজন সুজন
তুমি তবু পাশে
তোমার মতন এমন করে
আর কে ভালোবাসে
তোমার কায়া বড় মায়া
বটের ছায়া চোখে
আগলে রাখো বন্ধু আমায়
এই দুনিয়া থেকে
কালোমেঘে ডুবলো আকাশ
বজ্র হানাহানি
আকাশ জানে তোমায় ভালো
বাসি কতখানি
YouTube Video