Oder Sab Mukhe Poruk Chhai Lyrics - ওদের সব মুখে পড়ুক ছাই | Ariyoshi Synthia Lyrics
Song Name | Oder Sab Mukhe Poruk Chhai - ওদের সব মুখে পড়ুক ছাই |
Singer(s) | Ariyoshi Synthia |
Lyricist(s) | Just Neel |
Music(s) | Apu Debnath |
Oder Sab Mukhe Poruk Chhai - ওদের সব মুখে পড়ুক ছাই | Ariyoshi Synthia Lyrics
Everything is Love and Fair
Toxic People
Just Say "I Don't Care"
আমি লম্বা নাকি বেঁটে
চলি নিজের পায়ে হেঁটে
লোকের কথা নিইনা আমি কানে
আমি ফর্সা নাকি কালো
তাতে কার কিবা গেল
এসব কথা হয়না কোনো মানে
আমি লম্বা নাকি বেঁটে
চলি নিজের পায়ে হেঁটে
লোকের কথা নিইনা আমি কানে
আমি ফর্সা নাকি কালো
তাতে কার কিবা গেল
এসব কথা হয়না কোনো মানে
চুলোই যাক লোকের কথা
মুখে পড়ুক ছাই
নিজের পড়ি নিজের খাই
কিবা আসে যায়
ওদের সব মুখে পড়ুক ছাই
ওদের সব মুখে পড়ুক ছাই
তোরা মন্দ বলিস যত
হবোনা কারো মতো
তোদের কথায় দিইনা আমি সাড়া
রোগ-মোটা বলে যারা
এবার তাদের বলার পালা
ওদের কথায় হয়না দিশেহারা
তোরা মন্দ বলিস যত
হবোনা কারো মতো
তোদের কথায় দিইনা আমি সাড়া
রোগ-মোটা বলে যারা
এবার তাদের বলার পালা
ওদের কথায় হয়না দিশেহারা
চুলোই যাক লোকের কথা
মুখে পড়ুক ছাই
নিজের পড়ি নিজের খাই
কিবা আসে যায়
ওদের সব মুখে পড়ুক ছাই
ওদের সব মুখে পড়ুক ছাই
Don't Take Any চাপ
Just Keep It Up Keep It Up
আরে যা বলে বলুক লোকে
আমায় এগিয়ে যেতে হবে
লক্ষ আমার আছে সম্মুখে
মুখটা কেন নিচু
চল মাথা করে উঁচু
পড়বে ঝামা ওদের মুখে
আরে যা বলে বলুক লোকে
আমায় এগিয়ে যেতে হবে
লক্ষ আমার আছে সম্মুখে
মুখটা কেন নিচু
চল মাথা করে উঁচু
পড়বে ঝামা ওদের মুখে
চুলোই যাক লোকের কথা
মুখে পড়ুক ছাই
নিজের পড়ি নিজের খাই
কিবা আসে যায়
ওদের সব মুখে পড়ুক ছাই
ওদের সব মুখে পড়ুক ছাই
YouTube Video