Kichu Kotha Baki (কিছু কথা বাকি) - Aditya Chakraborty Lyrics

Singer | Aditya Chakraborty |
Music | Aditya Chakraborty |
Song Writer | Aditya Chakraborty |
Kichu Kotha Baki (কিছু কথা বাকি) - Aditya Chakraborty Lyrics
বেসামাল মন, ব্যস্ত শহরে
খুঁজে চলে তোমাকে
বেপরোয়া ঢেউ চাইছে, আজ তোমায়
বেরঙিন দিন, ক্লান্ত চাহনির
বেরঙিন ছবিতে
রঙ চড়ানো বাকি আছে
প্রতি কথায়
কিছু কথা বাকি
পথ চলা বাকি
তা আর হলো না!
না না না
হলো না
হাআআআআ...
কিছু কথা বাকি, শেষটা লেখা বাকি
তা আর হলো না
না না না
হলো না
হাআআআআ...
কঠিন রাত, মনে পড়ায়
তোমার অভিমান
ওই নীল সমুদ্রে, আশ্রয়ী
আজ আমার প্রাণ
কঠিন রাত, মনে পড়ায়
তোমার অভিমান
ওই নীল সমুদ্রে, আশ্রয়ী
আজ আমার প্রাণ
শূন্য বিকেলে, পোড়া রোদে
তোমার নাম এঁকে বেড়াই
বাস্তবতার ভিড়ে, ব্যস্ত সময়
তোমাকে নিয়ে এড়াই
কিছু কথা বাকি
পথ চলা বাকি
তা আর হলো না!
না না না
হলো না
হাআআআআ...