Bhalobashar Shohor (ভালোবাসার শহর) - Rupak Tiary, Bidisha Chakrabarty Lyrics

Singer | Rupak Tiary, Bidisha Chakrabarty |
Music | Biswajyoti Chakrabarty, Rupak Tiary |
Song Writer | Maharnab Basu |
Bhalobashar Shohor (ভালোবাসার শহর) - Rupak Tiary, Bidisha Chakrabarty Lyrics
শহর জুড়ে তোমার চিহ্ন নেই
শহরে তাই তুমি আমি নেই
শহর জুড়ে তোমার দেখা নেই
শহরে তাই তোমার ছায়া নেই
বৃষ্টি ভেজা দিনে, ভিজি যে একা
ভেজা আমার শহর, তবু নেই তার দেখা
স্বপ্নে সে আমায়, বলে যায় বারবার
ফিরবো আমি আবার, ভয় নেই পাওয়ার
আমি তোমাকে নিয়ে, থাকতে চাই
ভালোবাসার চাদরে, মুড়তে চাই
তবু শহর জুড়ে কেনো
তোমার অভাব?
দোষ শহরের নাকি..দোষী যে স্বভাব?
শহর জুড়ে তোমার চিহ্ন নেই
শহরে তাই তুমি আমি নেই
যেনো সে, আমারই পাশে
থাকে ভালো, মন্দবাসায়
সময়..থমকে যায়
এ আবেগ কি ফিকে হয়?
তোমারই হাত ধরে
হাটবো এই পথ জীবনের
মরুভুমির জলাশয় তুমি
তোমায় ছাড়া কি করে চলি?
আমি তোমারই কাঁধে, বৃদ্ধ হই
জীবনের পথে তোমার, সঙ্গী হই
তবু জীবনে কেনো
তোমার অভাব?
দোষ জীবনের নাকি..
দোষী এ স্বভাব?
শহর জুড়ে তোমার চিহ্ন নেই
শহরে তাই তুমি আমি নেই..
শহর জুড়ে তোমার চিহ্ন নেই
শহরে তাই তুমি আমি নেই..