Tomay Niye(তোমায় নিয়ে) - Maharnab Basu Lyrics

Singer | Maharnab Basu |
Song Writer | Maharnab Basu |
Tomay Niye(তোমায় নিয়ে ) - Maharnab Basu Lyrics
কী ভাবে
আমি তোমায়
বলি মনের কথা?
এ দুরত্ব
মিটিয়ে
হোক না আমাদের দেখা
এক পা, দু পা করে
জীবনের পথে হাঁটবো
অতীতের কথা ভুলে
নতুন করে বাঁচবো
তোমায় নিয়ে (×৪)
শান্ত দুপুরে
তুমি কাটাও আমার শুন্যতা
কোনো নাম না জানা দেশের
সে সুন্দরী এক রাজকন্যা
তাকে ভালোবেসে
মনের গভীরে রাখবো
না বলা..কথাগুলো...
চোখে চোখ রেখে বলবো
তোমায় পেয়েছি, আর কিছু
আমি চাইনা এ জীবনে
উড়িয়ে দিয়ে সব বাজে স্মৃতি
আঁকি নতুন স্বপ্ন এ মনে
অস্থায়ী মানুষদের ভিড়ে
আমি স্থায়ীত্ব পেতে চাই
তোমায় নিয়ে...