Type Here to Get Search Results !

Hariye Pawa (হারিয়ে পাওয়া) Lyrics By MAS Production

Hariye Pawa (হারিয়ে পাওয়া) - Debojyoti Sarkar Lyrics

Singer Debojyoti Sarkar
Song Writer Subhajit Das, Maharnab Basu

Hariye Pawa (হারিয়ে পাওয়া) - Debojyoti Sarkar Lyrics

 

বন্ধুরা, আজ মুখচোরা, হারিয়েছি কোন ভোরে
সেই বিকেলের আড্ডাতে চোখ কাপে কোন জ্বরে
সেই তুমি আজ হাত ছেড়ে হারালে উজানে,
সেই আমি তোমায় খুঁজি, হাজার জনের মুখপানে

তোমার মনের গোপন ঘরে অল্প আলোয় পুড়ে
কিছু আঘাত সয়ে নিল.... মন তোমার সাথে

হারিয়ে পেয়েছি তোমায়, আর নেই পাওয়ার কিছু
রয়েছো তুমি বহুদূর , সঙ্গী স্মৃতিটুকু

ব্যাস্ত দিনের ভীড়ে আমায় স্বপ্ন তাড়া করে
খুঁজে চলি তাকে আমার জীবন যার পরে
আগে কেমন ছিলাম, ছিলাম কেমন তোমার পাশে,
কেমন হঠাৎ ঝড়ে,মেঘ জমল দূর আকাশে.....

তোমার মনের গোপন নীড়ে,
অল্প আলোয় পুড়ে.....
কিছু আঘাত সয়ে নিল মন,
তার মতোন করে....

হারিয়ে পেয়েছি তোমায়,
আর নেই পাওয়ার কিছু,
ভালবাসি আজও তোমায়
Tobu সঙ্গী স্মৃতিটুকু.....


হারিয়ে পেয়েছি তোমায়, আর নেই পাওয়ার কিছু
রয়েছো বহুদূরে , সঙ্গী স্মৃতিটুকু



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area