Type Here to Get Search Results !

Matiro Pinjirar Majhe Lyrics (মাটিরও পিঞ্জিরার মাঝে) - Hason Raja | Saif Zohan

Matiro Pinjirar Majhe Bondi Hoiya Re Lyrics | Saif Zohan Lyrics

Matiro Pinjirar Majhe Bondi Hoiya Re| Saif Zohan Lyrics

Song Name Matiro Pinjirar Majhe Bondi Hoiya Re
Singer(s) Saif Zohan
Composer(s) Hason Raja
Lyricist(s) Hason Raja
Music(s) R Joy

 

Matiro Pinjirar Majhe Bondi Hoiya Re | Saif Zohan Lyrics

মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে
কান্দে হাসন রাজার মন ময়নায় রে,
হায়রে কাঁদে হাসন রাজার মন ময়নায় রে।

মায়ে বাপে বন্দী কইলা, খুশির মাঝারে
মায়ে বাপে বন্দী কইলা, খুশির মাঝারে
লালে ধলায় হইলাম বন্দী
পিঞ্জিরার ভিতরে রে,
কাঁদে হাসন রাজার মন ময়নায় রে,
হায়রে কাঁদে হাসন রাজার মন ময়নায় রে।

উড়িয়া যায় রে ময়না পাখি
পিঞ্জিরায় হইল বন্দি,
উড়িয়া যায় রে ময়না পাখি
পিঞ্জিরায় হইল বন্দি,
মায়ে বাপে লাগাইলা,
মায়া জালের আন্দি রে
কাঁদে হাসন রাজার মন ময়নায় রে,
হায়রে কাঁদে হাসন রাজার মন ময়নায় রে।

পিঞ্জিরায় সামাইয়া ময়নায় ছটফট করে
মজবুত পিঞ্জিরা ময়নায়,
ভাঙ্গিতে না পারে।
উড়িয়া যাইব শুয়া পক্ষী
পড়িয়া রইব কায়া,
কিসের দেশ কিসের খোশ
কিসের দয়া মায়া।

হাসন রাজায় ডাকব যখন
ময়না আয়রে আয়,
হাসন রাজায় ডাকব যখন
ময়না আয়রে আয়,
এমন নিষ্ঠুর ময়নায়,
আর কি ফিরিয়া চায় রে
কাঁদে হাসন রাজার মন ময়নায় রে,
হায়রে কাঁদে হাসন রাজার মন ময়নায় রে।

YouTube Video

 

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area