Type Here to Get Search Results !

Tumihina Mon Lyrics (তুমিহীনা মন) - Habib Wahid | Zarin

Tumihina Mon Lyrics | Habib feat Zarin Lyrics

Tumihina Mon| Habib feat Zarin Lyrics

Song Name Tumihina Mon
Singer(s) Habib feat Zarin
Composer(s) Habib Wahid
Lyricist(s) Amita Karmoker

 

Tumihina Mon | Habib feat Zarin Lyrics

এ মন শুধু খোঁজে তোমাকে
কেন বলো তুমি কিছু বোঝো না
আমি ডুবি তোমার মাঝে
তবু কেন তুমি আমায় খোঁজো না

তুমি হীনা আজ ও এ হৃদয়
বিরহ ব্যাথায় যায় ছেয়ে যায়
জানি না কোন সে অনলে
এ মন জ্বলেপুড়ে যায়

আমি তোমায় খুঁজতে গেলে
মেঘ যে আড়াল করে ফেলে
তোমায় ভেবে জমছে কথা
বাড়ছে কেবল গভীর ব্যথা

রইবো পথো পানে চেয়ে
এ মন মেঘে গেলে ছেয়ে
পথের মাঝে পথ হারিয়ে
খুঁজে যাই

যত দূরে যাই না আমি
তুমি এ মন জুড়ে রবে
আমি তোমায় পাই যে খুঁজে
একলা মনের অনুভবে

মন খারাপের ভীষণ ভারে
তোমায় ভাবি বারেবারে
ডুবলে বেলা ওই আঁধারে
কাছে চাই

YouTube Video

 

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area