Type Here to Get Search Results !

Bristi Jodi Lyrics (বৃষ্টি যদি) Rupak Tiary - Sesh Brishti

Bristi Jodi Lyrics | Rupak Tiary Lyrics

Bristi Jodi| Rupak Tiary Lyrics

Song Name Bristi Jodi
Singer(s) Rupak Tiary
Composer(s) Rupak Tiary
Lyricist(s) Aviman Paul

 

Bristi Jodi | Rupak Tiary Lyrics

ওই দুচোখে বৃষ্টি এলে
ভিজতে চাই বারেবার,
ভিজে যাওয়া নরম আলোয়
দিশেহারা হয় আবার,
তবু নিয়ম ভাঙা গল্প গুলো
খোঁজে রাত পেরিয়ে ভোরের আলো।

বোঝাতে পারিনি আজও তাকে
সে আমারই স্মৃতির সঞ্চয়।
বৃষ্টি যদি আমায় ছুঁতো
শহর ভেজা অভিমানে,
বৃষ্টি ভীষণ বেহিসেবি
রং ধুয়ে যায় অকারণে।।

মন কেমনে ছন্দে লেখা
ছেঁড়া খাতা যত্নে রাখা,
পথ ভুলেছে পাগল হাওয়া
বৃষ্টি জুড়ে তাকে পাওয়া,
তাকে পাওয়া।

বৃষ্টি যদি আমায় ছুঁতো
শহর ভেজা অভিমানে,
বৃষ্টি ভীষণ বেহিসেবি
রঙ ধুয়ে যায় অকারণে।।

YouTube Video

 

 More From Rupak Tiary

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area