Type Here to Get Search Results !

Rupkothar Jogote Lyrics (রূপকথার জগতে) - Networker Baire

Rupkothar Jogote Lyrics | Abanti Sithi And Rehaan Rasul

Rupkothar Jogote| Abanti Sithi And Rehaan Rasul Lyrics

Song Name Rupkothar Jogote
Singer(s) Abanti Sithi And Rehaan Rasul
Lyricist(s) Someshwar Oli
Music(s) Sajid Sarker
Music Label Chorki

 

Rupkothar Jogote | Abanti Sithi And Rehaan Rasul Lyrics

কিছু কথার পিঠে কথা
তুমি ছুঁয়ে দিলেই মুখরতা,
হাসি বিনিময় চোখে চোখে
মনে মনে রয় ব্যাকুলতা।

আমায় ডেকো একা বিকেলে
কখনো কোনো ব্যথা পেলে,
আমায় রেখো প্রিয় প্রহরে
যখনই মন কেমন করে।

কোনো এক রূপকথার জগতে
তুমি তো এসেছো আমারই হতে,
কোনো এক রূপকথার জগতে
তুমি চিরসাথী আমার জীবনের
এই পথে।।

কোথাও ফুটেছে ফুল
কোথাও ঝরেছে তারা,
কোথাও কিছু নেই
তোমার আমার গল্প ছাড়া।

তুমি আমার স্বপ্নসারথি
জীবনে তুমি সেরা সত্যি।

কোনো এক রূপকথার জগতে
তুমি তো এসেছো আমারই হতে,
কোনো এক রূপকথার জগতে
তুমি চিরসাথী আমার জীবনের
এই পথে।।

সময় ফুরিয়ে যাক
প্রেমের কবিতা পড়ে,
ছড়াও কিছু সুখ
যখন তোমার ইচ্ছে করে।

তুমি আমার গল্প জোনাকি
তোমারই আশায় থাকি।

কোনো এক রূপকথার জগতে
তুমি তো এসেছো আমারই হতে,
কোনো এক রূপকথার জগতে
তুমি চিরসাথী আমার জীবনের
এই পথে।।

YouTube Video

 

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area