Ekdin Lyrics | Niharika Nath & Anurag Chatterjee Lyrics
Song Name | Ekdin |
Singer(s) | Niharika Nath & Anurag Chatterjee |
Composer(s) | Anurag Chatterjee |
Lyricist(s) | Anurag Chatterjee |
Ekdin | Niharika Nath & Anurag Chatterjee Lyrics
একদিন তোর সঙ্গে হেঁটে যাবো
অনেক দূরে,
একদিন চেনা পথেও পথ হারাবো
তোর হাত ধরে।
তুই আর আমি দুজনে আর কেউ নয়
হারিয়ে যাবো এমন এক ঠিকানায়,
একদিন তোর সঙ্গে হেঁটে যাবো
অনেক দূরে ..
না বলা কিছু কথা বলবো যে তোকে
ইশারায়,
চলে যাবো বহুদূর
তোর সাথে অচেনা ঠিকানায়।
থাকবো দুজনে প্রেমের শহরে
একসাথে প্রেমের সাহারায়,
একদিন তোর সঙ্গে হেঁটে যাবো
অনেক দূরে,
একদিন চেনা পথেও পথ হারাবো
তোর হাত ধরে।
তোর চোখে একদিন
ডুবে যাবো আমি ভালোবাসায়,
তোর হাতে সেইদিন
রাখবো এই হাত ভরসায়।
ভাসবো সেইদিন স্বপ্নের তরীতে
যাবো পৌঁছে প্রেমের কিনারায়,
একদিন তোর সঙ্গে হেঁটে যাবো
অনেক দূরে,
একদিন চেনা পথেও পথ হারাবো
তোর হাত ধরে।
তুই আর আমি দুজনে আর কেউ নয়
হারিয়ে যাবো এমন এক ঠিকানায়,
একদিন তোর সঙ্গে হেঁটে যাবো
অনেক দূরে,
একদিন চেনা পথেও পথ হারাবো
তোর হাত ধরে।
YouTube Video