Radhari Jonne Lyrics | Niharika Nath & Anurag Chatterjee Lyrics
Song Name | Radhari Jonne |
Singer(s) | Niharika Nath & Anurag Chatterjee |
Lyricist(s) | Raja Chatterjee & Anurag Chatterjee |
Radhari Jonne | Niharika Nath & Anurag Chatterjee Lyrics
মাঝরাতে আজও সে ঘুম করে
অজানা অকারণে,
মন আজও তার কাছে যেতে চায়
নিজেরই হাজার বারণে।
আজও সে হারায় প্রেমের অরণ্য
আজও বাঁশির সুর রাধারই জন্যে (X2)
খুঁজে এই দুচোখ, এই সবুজ পালক
তাকে সারাক্ষন গোপনে,
তার নামের ছোঁয়া, সব নিভে যায়
যত অন্ধকার এই মনে।
সে কি না বলা মনের কথা শোনে,
সে কি আজও চায় আমাকে গোপনে।
আজও সে হারায় প্রেমের অরণ্য
আজও বাঁশির সুর রাধারই জন্যে (X2)
YouTube Video