Khoma Koro Ami Valo Nei (ক্ষমা করো আমি ভালো নেই) | Anupam Roy Lyrics
Song Name | Khoma Koro Ami Valo Nei(ক্ষমা করো আমি ভালো নেই) |
Singer(s) | Anupam Roy |
Khoma Koro Ami Valo Nei(ক্ষমা করো আমি ভালো নেই) | Anupam Roy Lyrics
ক্ষমা করো আমি ভালো নেই..
ক্ষমা করো আমি ভালো নেই
এলোমেলো হয়ে গেছি,
যেন সব হারিয়েছি,
হে বসন্ত বিদায় ..
পথে পড়ে থাকা মন খারাপ
চুপি চুপি খুঁজে নেয় নির্বাসন,
স্মৃতি টুকু ধুয়ে গেছে পায়ের ছাপ
মনে পড়ে যায় আজ তার শাসন ..
ক্ষমা করো আমি ভালো নেই।
ওই দূরে নক্ষত্র মালায়
তুমিও তারা হয়ে জ্বলো,
ওই দূরে নক্ষত্র মালায়
তুমিও তারা হয়ে জ্বলো,
আমার কান্না শুনতে কি পাও?
দেখতে কি পাও কিছু বলো?
পথে পড়ে থাকা মন খারাপ
চুপি চুপি বেছে নেয় নির্বাসন,
স্মৃতি টুকু ধুয়ে গেছে পায়ের ছাপ
মনে পড়ে যায় আজ তার শাসন ..
ক্ষমা করো আমি ভালো নেই ..
কে দেবে মুছিয়ে অভিমান
কে নেবে কোলে তুলে মাথা,
কে দেবে মুছিয়ে অভিমান
কে নেবে কোলে তুলে মাথা,
এতটা পথ পেরিয়ে এসে
উঠোনে শুধু ঝরাপাতা।
ক্ষমা করো আমি ভালো নেই
এলোমেলো হয়ে গেছি,
যেন সব হারিয়েছি,
হে বসন্ত বিদায় ...
পথে পড়ে থাকা মন খারাপ
চুপি চুপি বেছে নেয় নির্বাসন,
স্মৃতি টুকু ধুয়ে গেছে পায়ের ছাপ
মনে পড়ে যায় আজ তার শাসন ..
ক্ষমা করো আমি ভালো নেই,
ক্ষমা করো আমি ভালো নেই,
ক্ষমা করো আমি ভালো নেই...
YouTube Video